|
---|
নিজস্ব সংবাদদাতা: মাত্র ৩০ সেকেন্ডের টর্নেডোতে লন্ডভন্ড সন্দেশখালি। শুক্রবার বঙ্গোপসাগরের ঘনিভূত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে কিছু বোঝার আগেই মাত্র ৩০ সেকেন্ডের ঝড়ে তছনছ হয়ে যায় সন্দেশখালি। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকগুলি বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটি গাছ উপড়ে পড়েছে রাস্তায়।স্থানীয় সূত্র মারফত জানানো হয়েছে কিছু বোঝার আগেই ঝড়ে তছনছ হয়ে যায় এলাকা। প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে, বাচ্চাদের জন্য শুকনো খাবার গুঁড়ো দুধের ব্যবস্থা করা হয়েছে। বড়দের জন্য খিচুড়ি ও ভাতের বন্দোবস্ত করা হয়েছে।