|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: আজ থেকে দশ বছর আগে ২৮ শে মে খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের তরুণ তুর্কি নেতা আনিসুর রহমান আততায়ীর গুলিতে শহীদ হন।সেই দিনটিকে সামনে রেখে খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার শহীদের জন্মভূমি খয়রাসোল ব্লকের কদমডাঙ্গা গ্রামে পরশপাথর সাংস্কৃতিক মঞ্চে তার ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় স্মরণসভা।
শহীদ নেতা আনিসুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তৃনমূল কংগ্রেসের জেলা, ব্লক, অঞ্চল নেতৃত্ব সহ শহীদদের পরিবারবর্গ। উপস্থিত নেতৃত্ব স্মৃতিচারণে তুলে ধরেন তার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ভূমিকার পাশাপাশি তার বলিষ্ঠ বক্তব্য এবং সাহসী পদক্ষেপে তৃনমূল কংগ্রেস সেদিন খয়রাসোল ব্লকের বুকে বামফ্রন্টের সাথে কঠিন লড়াইয়ে সম্মুখীন হতে দেখা যায়।
উল্লেখ্য বর্তমান ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী স্বীকার করেন আনিসুর রহমানের উৎসাহে সেদিন রাজনীতিতে সক্রিয় ভূমিকায় নেমে পড়েছিলাম। পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সদস্য আঁখি অধিকারী ও বলেন প্রার্থী হওয়ার পর আনিসুর রহমানের সাথে মোটরসাইকেল চড়ে ভোট করতে বেরিয়ে ছিলাম তার অবদান কোনদিন ভোলার নয়।
এদিন উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, জেলার যুব সম্পাদক দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃনমূল সভাপতি কাঞ্চন অধিকারী, জেলা পরিষদের সদস্য আঁখি অধিকারী, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে সহ শহীদ আনিসুর রহমানের ভাই আব্দুর রহমান প্রমুখ নেতৃত্ব ও দলীয় কর্মী এবং শহীদদের শুভানুধ্যায়ীগন।