ডোমকলে সাহিত্য চর্চা ও পত্রিকা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা: রবিবার মুর্শিদাবাদে  ডোমকলে দ্য ডোমকল কলিং পত্রিকার তৃতীয় বর্ষ সপ্তম সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ হল স্থানীয় একটি কম্পিউটার সেন্টার হলে। অনুষ্ঠানে সভামুখ্য আসন রাখা হয়েছিল প্রবীণ কবি সমীর কুমার দাশগুপ্তকে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গল্পকার এম নাজিম, শিক্ষক ও সাহিত্যিক শুকদেব পাল, প্রাবন্ধিক আশিকুল আলম বিশ্বাস, কবি মিতালী বিশ্বাস, শিক্ষক সন্তোষ দাস ও কবি চিত্রা দত্ত প্রমুখ।

    পাঠ প্রতিক্রিয়া দেন কবি সাইদুল ইসলাম, কবি এম নাজিম ও শুকদেব পাল, গল্পকার রাশিদুল বিশ্বাস প্রমুখরা। পত্রিকার সম্পাদক এম এ ওহাব বক্তব্যে বলেন, ডোমকলের সাহিত্য আন্দোলন অগ্রগতির কথা উল্লেখ করে সকলের সঙ্গে সাফল্য ভাগ করে নিই।

    প্রবন্ধ পাঠ করেন প্রাবন্ধিক আশিকুল আলম বিশ্বাস। গল্প পাঠ করেন মিতালী বিশ্বাস। এছাড়াও কবিতা পাঠে অংশনেন ইলবাস আলি, মহঃ জিয়ারুল হক, তানবির কাজি সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক বিভাস বিশ্বাস ও পত্রিকার নির্বাহী সম্পাদক ইসা আনসারী।