গলসির দরবারপুরে মহিলা ফুটবল প্রদর্শনী ও ক্লাবের দ্বার উদঘাটন

আজিজুর রহমান,গলসি : ৪ ই মে, দরবারপুর তরুন ক্লাবের উদ্দ্যোগে দিবারাত্রি ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্টিত হল বুধবার বিকালে। এদিন এরুয়ার উদয়াচল ক্লাব ভাতাড়, মান্ডি কোচিং সেন্টার গুরাপ, সগরাই অ্যাথলেটিক ক্লাব সগরাই, আমরা সবুজ গুসকরা এই চারটি মহিলা দল অংশগ্রহণ করে। তাছাড়াও উদয়ন সংঘ গলসি, ভূঁড়ি অগ্রগামী যুব সংঘ, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ও ভাঁঙাবাঁধ চন্ডমাতা সংঘ এই চারটি পুরুষ দল অংশগ্রহণ করে। খেলায় শেষে পুরুষ ও মহিলাদের বিজয়ী দলকে বিজয়ী ট্রফি ও বিজীত দলকে বিজীত ট্রফি প্রাদন করা হয়। জানা গেছে দীর্ঘ চার পাঁচ বছর যাবত ওই মাঠটি খেলার অনউপযোগী হয়ে পরে ছিল। যা সংস্কারের উদ্যোগ নেন ক্লাবের সভাপতি সেখ লতিফুল ইসলাম ও সম্পাদক নজরুল ইসলাম মল্লিক সহ ক্লাবের সদস্যরা। এর সাথে সাথে এদিন ক্লাবের নতুন ঘরের দ্বার উদঘাটন ও মাঠে কোচিং ক্লাস সুচনা করা হয়। ক্লাব ঘরের দ্বার উদঘাটন করেন ভারতীয় জাতীয় দলের খেলোয়াড় রহিম নবী। খেলার কিছুদিন পূর্ব থেকেই একশোজন কচিকাঁচা ও যুবকদের প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করা হয় ক্লাবের পক্ষ থেকে। খেলার মাঠে উপস্থিত ছিলেন, কমনওয়েলথ গেমের ভার উত্তোলনের রৌপ্য পদক জয়ী কস্তোব ঘোষ, ভারতীয় জাতীয় দলের খেলোয়াড় রহিম নবী, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সম্পাদক সফিকুল ইসলাম, ক্রিয়া প্রশিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ, প্রাক্তন মেহেমাডাম এসি এর খেলোয়াড় কাজল চৌধুরী, এলাকার বিশিষ্ট সমাজ সেবী জাকির হোসেন, অরুপ মিদ্দা, বাসুদেব চৌধুরী ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকেরা জানিয়েছেন, এলাকার কচিকাঁচা ও যুবসমাজকে মাঠ মুখি করতেই তারা ওই আয়োজন করেছেন। যাতে করে এলাকার কচিকাঁচা ও যুবসমাজের মোবাইল ও ইন্টারনেট আশক্তি কেটে সুস্থ সমাজ তৈরী হয়। এদিন কয়েকশত কচিকাঁচা ও যুবসমাজ জার্সি গা এ দিয়ে খেলার মাঠে আসেন। তাছাড়াও এলাকার বহু ক্রিয়া প্রেমী মানুষ খেলার মাঠে এসে ভিড় জমান। রাতে খেলা প্রদর্শনীর জন্য আলোর ব্যবস্থা করা হয়। এমন কাজের প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষ।