|
---|
নাজমুস সাহাদাত , সুজাপুর : মঙ্গলবার সারা ভারতজুড়ে মহা উৎসবে পালিত হল ঈদ এর মহামিলন। তার সাথে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে সুজাপুর নয়মৌজা ঈদগাই । বুধবার ঈদুল ফিতর উপলক্ষে সুজাপুর গার্লস হাই স্কুলে সুজাপুর কাদেরীয়া পাবলিক লাইব্রেরী এ্যান্ড অ্যাথলেটিক ক্লাব এর উদ্যোগে একবিরাট ঈদ বিচিত্রা অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , পশ্চিমবঙ্গ রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা সুজাপুর বিধানসভার বিধায়ক মুহাম্মদ আব্দুল গণি মহাশয় , শিল্পপতি ও বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান , কালিয়াচক থানার আইসি উদয় শংকর ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা । এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরান তেলাওয়াত , গজল , কবিতা আবৃতি , আঁকা প্রতিযোগিতা এছাড়াও সর্বসাধারণের জন্য ছিল আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা । সমাজের শিক্ষিত ছেলেমেয়েরা সাংস্কৃতিক জগৎ থেকে পিছিয়ে পড়েছে । বর্তমান সময়ে মোবাইলের গেমের প্রতি আসক্ত হওয়াও একধরনের নেশায় জড়িয়ে যাচ্ছে ছেলেমেয়েরা ।
এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বক্তব্য ছিল , নেশামুক্ত সমাজ , খারেজি মাদ্রাসায় আধুনিক শিক্ষার প্রসার , পবিত্রা ও ইসলাম , বর্জ্য নিষ্কান নয়মৌজার বড়ো সমস্যা , শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এছাড়াও বিভিন্ন আলোচনা হয় ।
এই ঈদ বিচিত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পাদক আতিউর রহমান ও ক্লাবের সম্পাদক রাইদুল হক জানান, বর্তমান সময়ে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে । তাই আমরা ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক মুখী করার জন্যই এই প্রচেষ্টা । আগামী দিনেও আমাদের বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হবে ।