|
---|
রফিকউদ্দিন মণ্ডল : পূর্ব বর্ধমান জেলায় প্রচুর বৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় জমি জলের তলায় ভাসছে। মেমারি বিধানসভার বিধায়ক মধূসুদন ভট্টাচার্য মহাশয় এই ব্লকের মধ্যে অনেক জমি ঘুরে দেখেন ও চাষিদের সঙ্গে কথা বলেন। মেমারি ১ব্লকে মধ্যে অতি বৃষ্টির ফলে, এই ব্লকের বহু আলু ও ধান জমি জলমগ্ন অবস্থায় ভাসছে। এইবার চাষীদের অনেকটা বেশি দামে সার কিনে আলু লাগাতে হয়েছে। তাই ক্ষুদ্র চাষিরাও খুবই চিন্তিত। গতবছর আলু চাষ করে এবার আলুর দাম সেই তুলনাই খুবিই কম পেয়েছেন। মেমারি বিধানসভায় চাষের প্রতিটি ফসলের ক্ষতি হওয়ার ফলে চাষীরদের মাথায় হাত, তারই পর্যবেক্ষণে মানবদরদি বিধায়ক মাস্টারমশাই মধুসূদন ভট্টাচার্য্য মহাশয় চাষ যোগ্য জমির ক্ষতির পরিমাণ কতটা তা ক্ষতিয়ে দেখছেন। এই ক্ষতির পরিমাণ বিমার মাধ্যমে পেতে থাকবেন বলে জানা যায়।