|
---|
সেখ আব্দুল আজীম : আজ কলকাতা প্রেসক্লাবে পাঠচক্র ক্লাবকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো মামনি এন্ড আসিয়ানা গ্রুপ তাদের সহযোগিতা করতে চলেছে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর নিলিমেশ রায় চৌধুরী প্রেসিডেন্ট পাঠচক্র ক্লাব, মিস্টার অজিত ব্যানার্জি প্রেসিডেন্ট (আই,এফ,এ), স্টেপ লিওন হারবাট্স (ইউনাইটেড স্পোর্টস ক্লাব), সঞ্জয় সেন ফুটবল কোচ, মিস্টার অনির্বাণ দত্ত আইএফএ সেক্রেটারি,, লালকমল ভৌমিক এক্স প্লেয়ার,ও পাঠচক্র ফুটবল টিম, শেখ নাসিম আখতার ডাইরেক্টর মামনি অ্যান্ড আসিয়ানা গ্রুপ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।