আরামবাগ এবং পুরশুড়াতে তৃণমূলের জোড়া প্রতিবাদ সভায় তৃনমুলের মুখপাত্র কুনাল ঘোষ

আরামবাগ এবং পুরশুড়াতে তৃণমূলের জোড়া প্রতিবাদ সভায় তৃনমুলের মুখপাত্র কুনাল ঘোষ

    নুর মোহাম্মদ, আরামবাগ : এই বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গে ভোটের দামামা বাজবে। সেই লক্ষে সমস্ত রাজনৈতিক দল সভা সমাবেশ করছে। পিছিয়ে নেই রাজ্যের শাসক দল, বুধবার হুগলির পুরশুড়া তে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন, পেট্রোল , ডিজেল এবং গ্যাসের অত্যাধিক মূল্য বৃদ্ধি , এবং পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দেবী দুর্গাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আরামবাগ লোকসভায় জোড়া জন অনুষ্ঠিত হয়।

    উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র কুনাল ঘোষ, এছাড়া ও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ্ব সেখ মেহবুব রহমান, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গোপাল রায়, এর পাশাপাশি আরামবাগের মুথাডাঙ্গা এক বিশাল সভায় অংশ নেন কুনাল ঘোষ, আরামবাগ পুরসভার প্রশাসক স্বপন নন্দী, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ আরামবাগ এবং পুরশুড়া এলাকার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কর্মীবৃন্দ।

    এদিন তৃণমূলের প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে কুনাল ঘোষ বলেন, ‘সমস্ত জায়গায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করছে, কারণ রাজ্য মুখমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প চালু করেছেন তা কেউ অস্বীকার করতে পারে না। এই বাংলা সম্প্রীতির বাংলা সব ধর্মের মানুষের বসবাস, বিজেপি সরকার শুধু ধর্মীয় মেরুকরণ করে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তারা সফল হবে না। কেন্দ্র সরকার কৃষি আইন করে অনেক কৃষক আত্মহত্যা করেছে। দেশে পেট্রোল এবং ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। যা সর্বকালের রেকর্ড। গ্যাসের মূল্য সাধারণের নাগালের বাইরে , কেন্দ্রীয় সরকার গ্যাসের ভর্তুকি তুলে দিয়েছে। আমাদের মুখমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে সরকার সর্বদা আপনাদের সাথে আছেন বলে জানান তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র কুনাল ঘোষ। এদিন আরামবাগে বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার নেতৃত্বে মথুরডাঙ্গা স্কুল মাঠে এবং পুড়শুড়াই হুগলি জেলা পরিষদের সভাধিপতি আলহাজ্ব সেখ মেহবুব রহমান নেতৃত্বে কুনাল ঘোষ এর প্রতিবাদ সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।