মেদিনীপুর কুইজ কেন্দ্রের চতুর্থ ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প হলো কাঁথিতে

নতুন গতি নিউজ ডেস্ক:করোনা আবহে ব্লাড ব্যাংক গুলিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত “ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প”। প্রায় ব্যয়হীন রক্তদান আন্দোলনের একটি কম প্রচলিত ধারা এই “ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প”কে জনপ্রিয় করার লক্ষ্যে কুইজ কেন্দ্রের উদ্যোগে ইতিমধ্যেই মেদিনীপুর, হলদিয়া, তমলুক হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প।

    এই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার কাঁথি ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হলো “ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প”। এটি সংগঠনের উদ্যোগে এই ধরনের চতুর্থ শিবির। সংগঠনের পক্ষ থেকে ১০ জন রক্তদাতার লক্ষ্য নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছিল এবং এদিন ১০ জনই রক্ত দিয়েছেন। এদিন যাঁরা এই মহতী উদ্যোগে সামিল হলেন,তাঁরা হলেন ব্যবসায়ী স্বপন মাইতি , শিক্ষক সৌমিত্র সামন্ত , প্রখ্যাত নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার নয়নরাজ দাস এবং শীতল প্রসাদ মাইতি , চেন্নাই মেট্রোর কর্মী দেবব্রত মাইতি , নার্সিং পাঠরত ছাত্র সায়ন ভূঁইয়া ,শিক্ষক পুস্পেনজিৎ বেরা, শিক্ষক তারাশঙ্কর ত্রিপাঠী, সংগীত শিক্ষক সত্যজিৎ সামন্ত এবং সংগঠনের সদস্য শিক্ষক সোমনাথ ঘোড়াই।

    কর্মসূচীকে সুষ্ঠু ভাবে রূপায়িত করতে এবং রক্তদাতাদের উৎসাহিত করতে এদিন শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের দুই মহিলা সদস্যা শিক্ষিকা মৌমিতা মিশ্র ও শিক্ষিকা নীলিমা ভূঁইয়া এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সোমনাথ ঘোড়াই। কুইজ কেন্দ্রের চিরাচরিত রীতি অনুযায়ী এবং সংগঠনের বছরব্যাপী সবুজায়ন উদ্যোগের সঙ্গে সাযুজ্য রেখে প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে উচ্চ ফলনশীল পেয়ারা চারাগাছ দিয়ে কৃতজ্ঞতা জানানো হয়। কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী সমস্ত রক্তদাতাদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে কাঁথি ব্লাড ব্যাংকের কর্মীদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই ধরনের “ইন হাউস ব্লাড ডোনেশন”কর্মসূচী চলতে থাকবে। আগামী জুলাই মাসের ৭ তারিখ সংগঠনের উদ্যোগে তমলুক ব্লাড ব্যাংকে পরবর্তী ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।