|
---|
সালমান হেলাল : রাজারহাট নিউটাউন তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মহঃ শাহ আলমের উদ্যোগে ঘুণী বনদেবী জাগৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল এক মহতী রক্তদান শিবির। উক্ত শিবিরে প্রধান অতিথি হিসাবে রক্তদাতাদের উৎসাহিত করেন BMC ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জী মহাশয়। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী, সুমন ভট্টাচার্য, নাজিমুদ্দিন (চাঁদু ভাই), শেখ আজাদ, তাজমিরা বিবি, ইব্রাহিম মন্ডল, BMC কাউন্সিলার শর্মিষ্ঠা’দি, জ্যাংড়া হাতিয়াড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল ও যুব নেতৃত্ববৃন্দ ও অসংখ্য কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের-কে ত্রিপল প্রদান করা হয়।