মর্যাদার সাথে শিক্ষক দিবস উদযাপন মামূল ন্যাশনাল স্কুলে (উচ্চমাধ্যমিক)

নিজস্ব সংবাদদাতা :  বিপুল উৎসাহ, উদ্দীপনা ও মর্যাদার সাথে ৬২তম শিক্ষক দিবস উদযাপিত হল খ্যাতনামা ইতিহাসবিদ গোলাম আহমদ মোর্তজা সাহেব (রহ.) প্রতিষ্ঠিত মেমারির  ন্যাশনাল স্কুলের বালক শাখায়। নবম শ্রেণির ছাত্র রাকিব সাঁই-এর কোরআন পাঠ ও একই শ্রেণির ছাত্র নাজমুল হক ও সেখ সামিম হোসেনের ইংরেজি ও বাংলা অনুবাদ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিবসটিকে ঘিরে বিদ্যালয়ে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিক শো-এর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল গান, গজল, কবিতা আবৃত্তি, বক্তৃতা ও বিতর্ক সভা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ মন্ডল। তিনি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জীবনের বিভিন্ন দিক সহ, বর্তমান সমাজ ও শিক্ষক শিক্ষিকাদের ইতিকর্তব্য সম্পর্কে আলোকপাত করেন। ব্যাপক সংখ্যক ছাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উল্লেখ্য বিতর্ক সভার বিষয়বস্তু ছিল: “কৃত্রিম বুদ্ধিমত্তার” (Artificial Intelligence) উপকারিতা ও অপকারিতা। নবম ও দশম শ্রেণির দু’জন ছাত্র দুটি দলে বিভক্ত হয়ে বিতর্ক সভাটি মনোজ্ঞ করে তোলে। বিতর্ক সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন মণ্ডল। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল নবম শ্রেণির ছাত্র আরজাউল হোসেন ও সায়ন চৌধুরী। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন শিক্ষক সব্যসাচী চট্টোপাধ্যায় ও সরিফুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় ম্যাজিক শো প্রদর্শনী। বর্ধমান শহর থেকে আগত ম্যাজিশিয়ান রাধাগোবিন্দ সাহার এই প্রদর্শনী সকলকে বিমুগ্ধ করে। দোওয়ার মধ্যে দিয়ে সভাপতি মহাশয়ের অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়। অন্যদিকে মামুন ন্যাশনাল স্কুল, পানাগড়, গার্লস শাখায় যথাযথভাবে ও মহাসমারহে শিক্ষক দিবস উদযাপিত হয়। শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূল অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১১ টায়। ছাত্রীদের পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কোরআন পাঠ করে সপ্তম শ্রেণির ছাত্রী নিশাত তামান্না এবং তা বাংলা ও ইংরেজিতে যথাক্রমে অনুবাদ করে তামান্না পারভিন (সপ্তম শ্রেণি) ও নাসরিন সুলতানা (অষ্টম শ্রেণি) । এই অনুষ্ঠানে সভাপতির পদ অলংকৃত করেন বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ও বোর্ড অব ট্রাস্টীজের মেম্বার সিরাজুল ইসলাম। এই অনুষ্ঠানে অসংখ্য ছাত্রী কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত পাঠ ক্যুইজ, তাৎক্ষণিক বক্তৃতা, ইসলামিক গজল, বসে আঁকা প্রতিযোগিতা ইত্যাদি নানা বিষয়ে উৎসাহের সাথে অংশগ্রহণ করে। পঞ্চম শ্রেণির ছাত্রীরা নিজস্ব উদ্যোগে দুটি সুন্দর নাটক মঞ্চস্থ করে। এছাড়া বিদ্যালয়ের ছাত্রীরা এই মহান দিনে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক অভিনব ইভেন্টের আযোজন করে। একাদশ শ্রেণির ছাত্রী সোহানা ফারহাত (কলা বিভাগ) ও উমাইয়া খাতুন (বিজ্ঞান বিভাগ) অনুষ্ঠানের সঞ্চালিকার দায়িত্বে ছিল। সভার সভাপতি এই অনুষ্ঠানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনের নানা দিক, সেই প্রেক্ষাপটে শিক্ষক মহাশয়দের বর্তমান জনজীবনে প্রয়োজন ও মূল্য, সর্বোপরি ছাত্র-ছাত্রীদের দায়িত্ববোধ ইত্যাদি নানা বিষয়ে তিনি আলোকপাত করেন। কবিতা আবৃতি, গান, ক্যুইজ, বক্তৃতা ইত্যাদি উপস্থিত সকলকে আপ্লুত করে। পবিত্র কোরআন শরীফের অংশবিশেষ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা আর সভাপতির বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।