স্বেচ্ছাসেবী সংস্থা জিডি চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে সোমবার দু:‌স্থদের ত্রাণ বিলি করা হল মাদ্রাসায়

নতুন গতি নিউজডেস্ক: পতাকা ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড-‌এর অধীনস্থ স্বেচ্ছাসেবী সংস্থা জিডি চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে সোমবার দু:‌স্থদের ত্রাণ বিলি করা হল। এদিন বাঙিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঙ্গিটোলা রাউফিয়া ইসলামিয়া জু: মাদ্রাসায় ত্রাণ বিলি করা হয়। দু:‌স্থদের হাতে এদিন ৫ কিলো চাল, ২ কিলো আলু, ডাল ও ছোলা তুলে দেওয়া হয়। প্রায় ২০০ জনের হাতে ত্রাণ দেওয়া হয় বলে জানা গেছে। হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন,‘‌জিডি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে বিশিষ্ট শিল্পপতি জনাব মোস্তাক হোসেন সাহেব সারা বাংলা জুড়ে খাদ্যসামগ্রী বিতরণ সহ সমাজসেবামূলক কাজ করে চলেছেন(কোভিড19 এর পরিপ্রেক্ষিতে)। পরবর্তীতেও আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ চালিয়ে যাব।’‌