কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও স্বাধীনতা দিবস উদযাপনে রঙ্গলাল সাংস্কৃতিক মঞ্চ

নিশির কুমার হাজরা, বীরভূম: সম্প্রতি রঙ্গলাল সাংস্কৃতিক ২০১৯ সালের ১৫ ই আগস্ট মাধ্যমিক পরীক্ষায় ৬০% এর উপর নাম্বার পাওয়া, কৃতীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস এবং পবিত্র রাখি বন্ধন উৎসব পালন করলেন। এই মঞ্চ এর উদ্দেশ্য অন্ধকার থেকে আলোর পথে যাত্রা। এবারে শতবর্ষ জালিওনাবাগ পুলওমা হামলা , ভারত আমার ভারত বর্ষ ..বৃক্ষরোপণ ,ইত্যাদি থিম নাটক করেন। সর্বশেষ কৃতিদের , সংবর্ধনায় তাদের হাতে একটি করে মেহগনি চারা তুলে দেন। তাছাড়া গীতি আলেখ্য বীর বিপ্লবীদের স্মরণ করেন। ১০০ জন ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বলে জানা গেছে।

    অনুষ্ঠান দেখতে প্রায় পাঁচ হাজার লোক আসেন। তারুলিয়া হাট মুক্ত মঞ্চে অনুষ্ঠান হয়। সকল সংস্কৃতি প্রেমী সচেতন মানুষের সহযোগিতা ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা ছিল এই অনুষ্ঠানের মূল স্রোত বলে সূত্রের খবর।