বাংলাতে এবার হিজাব বিতর্ক

দেবজিৎ মুখার্জি, মেদিনীপুর: এবার বাংলাতে হিজাব বিতর্ক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবাসান হক্কানিয়া হাইস্কুলে।

     

    জানা গিয়েছে, বৃহস্পতিবার একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রীকে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব‌্য করেছিলেন স্কুলের এক শিক্ষিকা। শুক্রবার স্কুল খুলতেই ছাত্রছাত্রী এবং অভিভাবকরা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং ওই শিক্ষিকাকে সাসপেন্ড করার দাবি জানান। শুরু হয়ে যায় অবরোধ। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব‌্যর্থ হয়। শেষে শিক্ষিকা সকলের সামনে নিজের ভুল স্বীকার করে নেন। তারপর পরিস্থিতি শান্ত হয়।