|
---|
নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর: বিজেপি শাসিত রাজ্যে কর্ণাটক, উত্তরপ্রদেশের পর এবার হিজাব বিতর্কের রেশ খোদ পশ্চিমবঙ্গে। এক স্কুল ছাত্রীকে হিজাব পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করলো এক শিক্ষিকা। তা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক ও পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মুগবসান হক্কানিয়া উচ্চ বিদ্যালয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার একাদশ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের এক শিক্ষিকা হিজাব পরে স্কুলে আসার জন্য বিতর্কিত মন্তব্য করেন।
এছাড়াও ওই শিক্ষিকা ওই একাদশ শ্রেণীর ছাত্রীকে বলেন পরের দিন থেকে হিজাব পরে এলে আমার ক্লাস করতে দেবো না ।
এই ঘটনা ওই ছাত্রী বাড়িতে গিয়ে অভিভাবকদেরকে বলে। শুক্রবার অভিভাবকরা বিদ্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এছাড়াও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে চন্দ্রকোনা মেদিনীপুর রাজ্য সড়কের বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করেন । শুরু হয় তীব্র যানজট। তাদের দাবি শিক্ষিকাকে ক্ষমা চাইতে হবে। অতঃপর দীর্ঘ আলাপ আলোচনার পর অভিযুক্ত ওই শিক্ষিকা ক্ষমা চাইলে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ তুলে নেয়।এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুদ্দিন মল্লিক বলেন, বিদ্যালয়ের এক শিক্ষিকা ও ছাত্রীর মধ্যে হিজাব ইস্যুতে একটা ঘটনা ঘটেছে। উভয়পক্ষের ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা। আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা সে বিষয়ে সজাগ থাকব।