|
---|
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আবারও বিজেপিতে ভাঙ্গন কেশপুরে। এবার ১৪ নম্বর যাত্রা অঞ্চলের বিজেপির নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। বিজেপির 4 নম্বর মন্ডলের মন্ডল সহসভাপতি রাজ কুমার করন ও মন্ডলের সাধারণ সম্পাদক অশোক দণ্ডপাঠ,শক্তি কেন্দ্রের প্রমুখ উত্তম পোড়া ও ছ্যাতলা অঞ্চলের বিজেপির কনভেনার বাপি রাউত সহ আরো অনেকে এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে জানিয়েছেন কেশপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি ও ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক উত্তমানন্দ ত্রিপাঠী। তিনি এদিন বলেন তৃণমূল কংগ্রেসের আদর্শ উদ্বুদ্ধ হয়ে যোগদান করেছে। এদিন ঝেঁতলা 14 নং স্থায়ী অঞ্চল সভাপতি ভাস্কর চৌধুরী, চেয়ারম্যান করুণা সিন্ধু দণ্ডপাঠ সহ অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন।