|
---|
নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়ত নির্বাচনের দামামা বেজে গিয়েছে, এবার প্রচারে উত্তরবঙ্গে বুকে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।মঙ্গলবার সকালে তিনি শিলিগুড়ির এনজেপি স্টেশনে নামেন মদন মিত্র। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছানোর পর তাঁকে ফুল ও খাদা পড়িয়ে স্বাগত জানান দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য।
এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হবার পর রাজ্যপাল নিয়ে মন্তব্য করেন। তিনি জানান রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন । এই নির্বাচনের ফলাফলের পরে আমাদের সবার উচিত পাইপ দিয়ে গঙ্গাজল এনে রাজভবনকে পবিত্র করে দেওয়া। প্রসঙ্গত দুইদিন জলপাইগুড়িতে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচার করবেন বলে জানিয়েছেন। রাজ্যপাল এত ঘুরছেন, প্রতিবেশী রাজ্য মণিপুরে রাস্তায় রাস্তায় লাশ পড়ছে সেখানে যান। প্রসঙ্গত তিনি আরো জানান, উত্তরপ্রদেশে জান, এখানেও এনকাউন্টারে লোক মারা পড়ছে।