শিলিগুড়ির বিধান মার্কেটে নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে

শিলিগুড়ি: শিলিগুড়ির বিধান মার্কেটে নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।আগামী সাতাশ তারিখে নির্বাচন শিলিগুড়ির ব্যাবসায়ী সমিতির দুদলের মধ্যে।একদিকে সিপিএম,কংগ্রেস এবং বিজেপী এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা।খবর দুদলের প্রার্থীরাই জোরকদমে নেমে পড়েছেন বিধান মার্কেটের নির্বাচনকে ঘিরে।

    এবারে শাসক দল বিধান মার্কেটের আধিপত্য বিস্তার করতে প্রচণ্ড মরিয়া।মেয়র গৌতম দেবের নির্দেশে বিধান মার্কেটে প্রচারে নেমে পড়েছেন।যেকোনভাবেই হোক না কেন বিধান মার্কেটে নিজেদের আধিপত্য নিতে চান তিনি।পুরসভাতে বিপুল ভোটে জয়ী হবার পরে শিলিগুড়ি কোর্টের নির্বাচনে মুখ থুবড়ে পড়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।তাই এবারে বিধান মার্কেটের নির্বাচনে জীততে মরিয়া শাসক গোষ্ঠী।তাই এবারে বিধান মার্কেটের নির্বাচনে জিতে এসে মার্কেটের দোকানদারদের নতুন প্রতিশ্রুতি দেবার কথা ঘোষনা করছেন তারা।এবারের বিধান মার্কেটের নির্বাচনে শাসক গোষ্ঠীর অন্যতম প্রার্থী পাপিয়া বাগচি।তিনি শিলিগুড়ি বিধান মার্কেট তথা নেতাজী কেবীনের মালিক প্রনব বাগচীর স্ত্রী।তৃনমুল কংগ্রেসের প্রবল সমর্থক পাপিয়া দেবী এবারেই প্রথম নামা নির্বাচনে।তাই তিনি জিততে আগ্রহী যেকোন প্রকারেই।তাই অন্যান্যবারের মত এবারে ম্যাড়ম্যাড়ে নির্বাচন হচ্ছে না বিধান মার্কেটে।প্রবল প্রতিদন্ধীতার সম্ভাবনা দেখছেন অনেকেই।শাসক এবং বিরোধী জোর কদমে নেমে পড়েছেন মাঠে।আগামী সাতাশ তারিখে তার আসল ফলাফল বোঝা যাবে।