|
---|
সৌমেন ন্যায়বান, রায়দিঘী : দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘী থানার অন্তর্গত কাশীনগর বাজারে দক্ষিণ ২৪ পরগণা জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ শান্তনু বাপুলীর ঐকান্তিক প্রচেষ্টায় একটি শৌচাগার নির্মাণ করা হল। কাশীনগর বাজারে দীর্ঘদিন শৌচাগার না থাকায় অসুবিধা হচ্ছিল বাজারে আগত ব্যক্তিদের।
দীর্ঘদিনের দাবি মেনে এই শৌচাগার নির্মাণের কথা এলাকার জননেতা শান্তনু বাপুলী বিধায়িকার কাছে পৌঁছে দেন। তার দাবি মেনে শৌচাগারটি আজ উদ্ধোধন করেন রায়দিঘীর বিধায়িকা দেবশ্রী রায়।