|
---|
মথুরাপুর:নুরউদ্দিন:তৃণমূলের প্রার্থী আমির হোসেন লস্করকে ত্রিস্তর পঞ্চায়েত ভোটে জয়ী করার জন্য গ্রামের মহিলারা কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে এক পথ সভার আয়োজন করেন,
দক্ষিণ চব্বিশ পরগনার মথরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের তেতুলবেড়িয়া গ্রামের ১০ নম্বর বুথের তৃণমূল প্রার্থী আমির হোসেন লস্কর কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে পথসভায় অংশগ্রহণ করেন, তবে এই পথ সভায় তৃণমূলের কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো, স্থানীয় তৃণমূল সমর্থক মহিলারা বলেন আমরা আমির হোসেন লস্কর কে চাই, বিগত পাঁচ বছর উনি এই এলাকার মেম্বার হয়ে এলাকায় অনেক কাজ করেছেন, তাই আবার ওনার জেতার জন্য আমরা আজ মায়ের কাছে পুজো দিলাম,
তবে দেখা যায় তেঁতুলবেড়িয়া ১০ নম্বর বুথের প্রার্থী আমির হোসেন লস্কর তেতুলবেড়িয়া এলাকায় ঢুকতেই এলাকার মানুষের আলাদা উন্মাদনা। তারপর আমির হোসেন লস্কর ভোটারদের দরজায় দরজায় গিয়ে ভোট প্রার্থনা করেন। তবে এলাকার মানুষ আমির হোসেন লস্করকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন।
মথুরাপুর তেতুলবেড়িয়া থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি।