স্বাধীনতা দিবসে রক্তদান শিবির ও মাস্ক বিতরণ

নতুন গতি নিউজ ডেস্ক: ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন -“নাটকে লোকশিক্ষে হয়” -এই শাশ্বত বাণী কে মাথায় নিয়ে হুগলি জেলার অন্যতম জনপ্রিয় প্রাচীন নাট্যদল *হরিপাল আশ্রমিক* প্রতিবছরের মত এই বছরও ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের পুণ্য দিনে সামাজিক উন্নয়নে সামিল হয়েছিল। দলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল তৃতীয় বর্ষের রক্তদান শিবির।

    সেই সঙ্গে করোনার অতিমারী আবহে এলাকার পথচলতি মানুষদের হাতে তুলে দেওয়া হলো বিনামূল্যে মাস্কও স্যানিটাইজার। আজকের এই শিবিরে সর্বমোট ২৩ জন রক্তদাতা তাঁদের অমূল্য রক্তদান করেন, প্রতি রক্তদাতাকেও মাস্কও স্যানিটাইজার উপহার দেওয়া হয়।উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক মাননীয় বেচারাম মান্না ,আশুতোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় সুমিত সরকার, হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যাপক ড:মৈনাক দে, সংস্থার সভাপতি শ্রী রঘুনাথ চৌধুরী, সহ: সভাপতি ড:চন্ডিচরণ ঘোষ ,পঙ্কজ দাস সহ সদস্য এবং সদস্যাগণ।

    দলের সম্পাদক ভাস্কর দাস বলেন –“সারাবছর নাট্য চর্চার পাশাপাশি তাঁরা সামাজিক দায়িত্ব পালনেও দায়বদ্ধ।প্রতিবছরের মত এই বছরেও করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সম্পূর্ণ প্রশাসনিক বিধি মেনে ,সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় রোগীদের কল্যান সাধনে তাঁদের এই মহতী রক্তদান শিবিরের আয়োজন।”