|
---|
সংবাদদাতা : হুগলির খানাকুলের ঘোষপুর কর্তা পাডা ওযেলকাম ক্লাব এর পরিচালনায় আট দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আযোজন করা হয় পাশাপাশি এলাকার অসহায় দুঃস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দেওয়া হয়।এই খেলায় দর্শকদের উৎসাহ দিতে হাজির ছিলেন রাজ্য তৃনমুল কংগ্রেস যুব সহ সভাপতি তথা হুগলি জেলা পরিষদের সাস্থ কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি, খানাকুল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ন ইমুল হক রাঙা, তৃণমূল নেতা অসিত সিংহ রায়,জেলা পরিষদ সদস্য রমেন প্রামানিক, বিশিষ্ট সমাজসেবী মতিয়ার রহমান বাপি, প্রধান সন্দীপ বর, ঘোষপুর কর্তাপাডা ওযেলকাম ক্লাব এর সভাপতি সেখ সানি রাজ লাল,সরফরাজ খান সহ বিশিষ্টজনেরা। সকলেই নতুন বছরে শান্তি সম্প্রীতির বজায় রাখার কথা বলে ন এলাকার মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ, ছোট ছোট বাচ্চাদের স্কুল ব্যাগ দেওয়া এই মহৎ কাজে ক্লাবের কর্মকর্তাদের ভূযশী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। সকলেই এই উদোগকে সাধুবাদ জানান।সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয।