|
---|
রহমতুল্লাহ মুর্শিদাবাদ : নাফেরার দেশি পাড়ি জমালেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তাঞ্জিলুর রহমান মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৬৭ বছর। শনিবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে খবর শুত্রে জানাগিয়েছে। কবি তথা তাঞ্জিলুর রহমানের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এদিন সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের মেন্টার সোহরাব আলি, ফুরকান আলি প্রমুখ তৃণমূল নেতৃত্ব তাঞ্জিলুর রহমানের মৃত্যুতে গোভীর শোক প্রকাশ করেছেন। এদিন তাঞ্জিলুর রহমানের মৃতদেহ রঘুনাথঞ্জ থানার মিঠিপুরে জানাজায় সাধারণ মানুষের মাঝে বহু বিশিষ্ট ব্যাক্তিত্ব উপস্থিত ছিলেন। লালগোলা বিধানসভার বিধায়ক মো আলি তাঞ্জিলুর রহমানের মৃত্যুতে গোভীর শোক প্রকাশ করেছেন।