|
---|
পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় কবি প্রণাম
সেখ রিয়াজ উদ্দিন,নতুন গতি ,বীরভূম: ২৫শে বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। সরকারি বেসরকারি স্কুল, ক্লাব সহ বিভিন্ন প্রতিষ্ঠান এদিনটি যথাযথ মর্যাদায় পালন করে থাকে কিন্তু এবৎসর অতিমারি করোনা ভাইরাসের কারণে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই সম্ভবত কোথাও কবি প্রণাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করা হবে না । কিন্তু এব্যাপারে ও পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালনের দায়িত্ব কাঁধে তুলে নেন। সেই মোতাবেক পশ্চিমবঙ্গ পুলিশের উদ্যোগে এবং বীরভূম জেলার অন্যান্য থানার ন্যায় এদিন লোকপুর থানার ব্যবস্থাপনায়, যথাযথ ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক ব্যবহার করে কবি প্রণাম পালিত হয়।থানা চত্বরে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন ও কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ, সিভিক ভলিন্টিয়ার গন।একটি গাড়িতে সুসজ্জিত সহকারে ট্যাবলো বের করে লোকপুর গ্রাম পরিক্রমা করা হয়। মাইকে বাজতে থাকে রবীন্দ্র সংগীত, বাড়িতে বন্দি লোকজন দরজা জানালার পাশে উঁকি দিয়ে উপভোগ করতে দেখা যায় রবীন্দ্র দিবসের, সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কে প্রনাম ও করতে থাকেন। ছোট ছোট বাচ্চাদের হাতে পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় লজেন্স। এদিন পদযাত্রায় পা মেলান লোকপুর থানার ওসি রমেশ সাহা,এস আই প্রশান্ত শিকদার,শরৎ ঘোষ,এ এস আই সুবোধ মুখার্জি, মিহির পাল সহ বিভিন্ন পুলিশ ও সিভিক ভলিন্টিয়ার।
।