|
---|
ইব্রাহিম মণ্ডল : হুগলি জেলায় দি কুরআন স্টাডি সার্কেলের পক্ষ থেকে তারকেশ্বর ব্লকে পিয়াসারা আইমা পাহাড়পুর গ্রামে শাহ মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বাংলা অনুবাদ কোরআন মাজিদ বিতরণী সভা। উক্ত অনুষ্ঠানে প্রায় ১৫০ খানা কুরআন তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে। উপস্থিত ছিলেন হুগলি জেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ ও রাজ্য কনভেনর রাকিব হক, জেলা কনভেনর রফিকুল ইসলাম, সহকারি কনভেনর সৈয়দ মোর্তজা ,ব্লক কনভেনর গিয়াসুল হোক সহ আরো অনেকে। সাধারণ মানুষ যাহাতে পবিত্র কোরআনের মানে বুঝে জীবন যাপনের পথ অবলম্বন করে সেই উদ্দেশ্যে দেওয়া হয়।