২১ শে জুলাইয়ের অভিনব প্রচার দক্ষিণ দিনাজপুরে

দক্ষিণ দিনাজপুর: রাজ্যের রাজধানী কলকাতার ধর্মতলাতে ২১ শে জুলাইকে সামনে রেখের সদর শহর বালুরঘাটের অভিনব প্রচার। বালুরঘাটের আত্রেয়ী নদীতে একুশে জুলাইকে নিয়ে প্রচার করল দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন বালুরঘাট শহরের সদরঘাট থেকে নৌকা মিছিল করে প্রচার অভিযান শুরু করেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বরা। প্রচার অভিযানের নেতৃত্বে ছিলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী।


    মূলত, তৃণমূল কংগ্রেসের তরফে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আগামী ২১ জুলাই শহীদ দিবসকে সামনে রেখে কলকাতার ধর্মতলাতে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েতের জন্য প্রচার অভিযান চালাচ্ছেন দলীয় নেতৃত্ব। সুদূর দক্ষিণ দিনাজপুর জেলাতেও জোর কদমে প্রচার অভিযান চালানো হচ্ছে। একুশে জুলাই সমাবেশকে সফল করতে জেলা নেতৃত্ব সহ তৃণমূলের কর্মী সমর্থকরা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রচার অভিযানে।প্রসঙ্গত,জেলার সদর শহর বালুরঘাট শহরের দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদীর দু-পাড়েও বহু মানুষের বসবাস। তাঁদের কথা মাথায় রেখে নদীপথে প্রচার অভিযান চালাল তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা নেতৃত্ব। বালুরঘাট থেকে প্রচার অভিযান শুরু হয়ে শেষ হয় পতিরামে। উল্লেখ্য, উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির ফলে নদীর জল ফুলে ফেপে উঠেছে,নদীর জল অনেকটাই বেড়ে যাওয়ায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৃণমূলের তরফে উদ্ধারকারী বোটের ব্যবস্থা করা হয়। আগামী একুশে জুলাই কলকাতায় শহীদ দিবসের সমাবেশকে কেন্দ্র করে দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের আত্রেয়ী নদীপথে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের এই অভিনব প্রচার অভিযানের ব্যাপক সাড়া পরবে বলে আশাবাদী মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী।