|
---|
দক্ষিণ দিনাজপুর: গঙ্গারামপুরের ভরা পুনর্ভবা নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি। নদীতে তলিয়ে যাওয়া ওই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগ ও তৎপরতায় এই বর্ষার সময় ফুলে ফেঁপে ওঠা পুনর্ভবা নদীতে নামানো হল ডুবুরি ও স্পিডবোট। জানা গেছে নদীতে স্নান করতে নেমে পুনর্ভবা নদীতে তলিয়ে যাওয়া নিখোঁজ ব্যক্তির নাম পলান হালদার (৬২), বাড়ি গঙ্গারামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাদিঘাট এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলানবাবু পেশায় ভ্যানচালক। এদিন সকালে প্রতিদিনের মত বাড়ির পাশে পুনর্ভবা নদীতে স্নান করতে যান তিনি। এরপর দীর্ঘ সময় ধরে পলানবাবু বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর তার খোঁজ পাওয়া না গেলে খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়।
ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গারামপুর থানার পুলিশ সহ গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস ও মহুকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল। পুরোও ঘটনাটি চাউড় হতেই পুনর্ভবা নদীর পাড়ে এলাকার মানুষজন ভিড় করেন। এরপর গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের তৎপরতায় ও উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে আনা হয় স্পিডবোট সহ ডুবুরি। ডুবুরিরা দীর্ঘক্ষণ সময় ধরে ভরা পুনর্ভবা নদীতে নিখোঁজ পলানবাবুর তল্লাশি চালিয়ে কোন খোঁজ পাননি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাসহ পলান বাবুর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।