পশ্চিম মেদিনীপুরের প্রথম করোনা আক্রান্ত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরছেন

পশ্চিম মেদিনীপুরের প্রথম করোনা আক্রান্ত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরছেন

    নতুন গতি ওয়েব ডেস্ক:

    পশ্চিম মেদিনীপুরের প্রথম করোনা আক্রান্ত দাসপুরের যুবক বেলাঘাটা আই ডি থেকে সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরছেন । এই স্বস্তির খবরটি শোনালেন স্বয়ং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশচন্দ্র বেরা। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের দাসপুর ১নম্বর ব্লকের অন্তর্গত নিজামপুরের বাসিন্দা বছর তিরিশের যুবক গনেশচন্দ্র জানা গত ২২ মার্চ মুম্বাই থেকে বাড়ী ফিরেছিল। ২৮শে মার্চ মেদিনীপুর মেডিকেলে ভর্তি হয়েছিল এবং লালারস পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ে । ৩০শে মার্চ বেলাঘাটা আই ডি তে স্থানান্তরিত করা হয়।
    এছাড়াও ওই যুবকের বাবা ও স্ত্রী’র করোনা আক্রান্ত এবং তারা চিকিৎসাধীন আছেন।