|
---|
করোনা ভাইরাসের জেরে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের নন্দীগ্রামেই শিবের গাজন উৎসব বন্ধ
রাহুল রায়, নতুন গতি,পূর্ব বর্ধমানঃ করোনা ভাইরাসের জেরে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের নন্দীগ্রামেই শিবের গাজন উৎসব বন্ধ। নন্দীগ্রামের নন্দেশ্বর শিবের গাজন ২০০ বছরে পুরোনো। শিবের গাজন উপলক্ষে সন্ন্যাসী সংখ্যা কম। গাজন উপলক্ষ্যে কোনো জাঁক জমক নাই লোকজনের ভিড়ও বেশি নাই। শুধু দূরত্ব মেনে মানুষ পুজো দিচ্ছে। গাজন উপলক্ষ্যে চড়ক মেলা বন্ধ করা হয়েছে। সকলেই বাবার কাছে একটাই প্রার্থনা করছেন যে তিনি যেন ভারত তথা পৃথিবী থেকে করোনা ভাইরাস কে নির্মূল করে মানুষকে সুস্থ রাখেন।