|
---|
হামিম হোসেন মণ্ডল, ভাঙড় : করোনা সংক্রমিত হয়ে না ফেরার দেশে পাড়ি দিচ্ছেন কত কত মানুষ। মানুষকে এভাবে অকালে যেতে না দিতে কার্যত লকডাউন করেছে তৃতীয়বারের মমতা সরকার। এদিকে জায়গায় জায়গায় ব্লাডব্যাঙ্ক গুলোতে দেখা দিচ্ছে রক্ত সংকট। ফেসবুকে রক্ত চেয়ে অকার্ত আবেদন চোখে পড়ছে। সেইসময় কিছু কিছু স্থানে রক্তদান শিবির দেখা যাচ্ছে কয়েকটা। এবার সেই মহৎ দান রক্তদানে এগিয়ে এসে ভাঙড়ের “আমার ভাঙড়” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ৬ জুন, ২০২১ রবিবার সকাল থেকে “আমার ভাঙড়” আয়োজিত রক্তদান শিবিরে রক্তদিলেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ইয়াউর রহমান ও সভাপতি এটিএম সাহিল আহমেদ।
ভাঙড়ে শিস্ গার্লস একাডেমিতে আয়োজিত এই শিবিয়ে রক্ত দান করলেন ৬২ জন মানুষ। আর ৪৭ জন যুবক এই প্রথম একসঙ্গে রক্তদান করলেন। ৩৫ জন রক্তদাতার ২০ বছরের নিচে। তাই এদিন যুবকদের উপস্থিতি সকলকেই মুগ্ধ করেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার রক্তদান আন্দোলনের অন্যতমপুরুষ বিশিষ্ট সমাজকর্মী রফিকুল ইসলাম বলেছেন যে তিনি কয়েক হাজার রক্তদান আয়োজনে উপস্থিত হয়ে রক্তদান সফল করতে মহৎ ভূমিকা পালন করে আসছেন।
ভাঙড়ের ভূমিপুত্র উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ বলেছেন, ভাঙড় এলাকার এই স্বেচ্ছাসেবী সংগঠন সাংস্কৃতিক ও সামাজিক সুস্থতা সার্বিকভাবে বজায় রাখতে ইতিমধ্যে নানান উন্নয়ন মূলক কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে এসেছে। মানুষের কল্যাণে এই সংগঠন কাজ করছে নিরবচ্ছিন্ন ভাবে।
এদিনের রক্তদান শিবিরকে সফল করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী এম এ ওহাব, লালমিয়া মোল্লা, জালালউদ্দিন আহমেদ, কালাম ও সালাম।