|
---|
মারর্টিন রাজী : করোনা যোদ্ধা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সেবা করে যাচ্ছেন করোনায় ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত মানুষদের। এই করোনা যোদ্ধাদের সংক্রামিত হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। তাই তাদের সুরক্ষার কথা মাথায় রেখে চিকিৎসক ও প্রত্যেক স্বেচ্ছাসেবী সংস্থাকে ৫ টি করে পিপিই কিট,ও নগদ ৫০০ টাকা দিয়ে সাহায্য করলেন চাঁচোলের এক ব্যবসায়ী। আরা ফার্মেসি ও চাঁচোল সান ডিটিএইচ এর পক্ষ থেকে মহম্মদ ইব্রাহিম এর উদ্যোগে আজ বিকেলে চাঁচোলের পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থা ও চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের এই সাহায্য প্রদান করেন ঐ ব্যবসায়ী মহম্মদ ইব্রাহিম। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন মালদা জেলা কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন। এই সাহায্য পেয়ে ব্যবসায়ী মহম্মদ ইব্রাহিম সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন করোনা যোদ্ধা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও চিকিৎসকেরা।