|
---|
লুতুব আলি, বর্ধমান, ২৩ ডিসেম্বর : পশ্চিম বর্ধমানের আসানসোল রবীন্দ্রভবনে সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসি লিয়েশান কনক্লেভের উদ্বোধন করলেন রাজ্যের আইন বিচার ও শ্রমদপ্তরের মন্ত্রী মলয় ঘটক। আয়োজক ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর। এই সিনার্জির উদ্বোধন করে মলয় ঘটক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগীদের চাহিদা পূরণ করতে বিভিন্নভাবে উদ্যোগ নিতে বলেছেন। তার ই ফলশ্রুতিতে এই সেনার্জি অনুষ্ঠিত হচ্ছে। মলয় ঘটক জানান, সিনার্জির অনুষ্ঠান শিল্প উদ্যোগীদের আলোর দিশা দেখাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র বিভাগের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের মন্ত্রী ড: শশী পাঁজা, প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। দক্ষিণবঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গতি বাড়াতে ৮ টি জেলার জন্য দুর্গাপুরে এম এস এম ইর রিজিওনাল কাউন্সিল খোলা হয়েছে। পশ্চিম বর্ধমানের আসানসোলে এই প্রথমবার অনুষ্ঠিত হল সিনার্জি অ্যান্ড বিজনেস ফ্যাসিলিয়েশ ন কনক্লেভ। পূর্ব ও পশ্চিম বর্ধমান এই দুই জেলা নিয়ে শিল্প সম্মেলনে শিল্পোদ্যোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, ২২ ডিসেম্বর সিনার্জিতে উদ্বোধন হলো ইয়ান সুতো ব্যাংকের অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে তাঁত শিল্পীরা সুতো কিনতে পারবেন। ছয় লক্ষাধিক তাঁত শিল্পীরা এই পরিষেবার সুযোগ পাবেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। মন্ত্রি স্বপন দেবনাথ জানান, পশ্চিমবঙ্গে ৯ লাখ ভেড়া আছে। উদ্যোগ গ্রহণ করলে এই ভেড়া থেকেই এই রাজ্যে কম্বল তৈরি করা যাবে। এ ব্যাপারে ভিন রাজ্যের আর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। শিল্প সম্মেলনের উপস্থাপনা সেশনে ছিল : বিভাগীয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এম এস এম ই এর জন্য সামগ্রিক উদ্যোগ সম্পর্কে উপভোক্তাদের সচেতন করা হয়। ইস্টার্ন কোল্ড ফিল্ড চিত্তরঞ্জন লোকোমোটিভ এবং দুর্গাপুর স্টিল প্লান্টের আধিকারিকরা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং এম এস এম ই এর বিপণন সহায়তা তাদের প্রকিউরমেন্ট পদ্ধতি নীতি সম্পর্কে অবহিত করেন। পশ্চিম বর্ধমানের জেলাশাসক শ্রী এস অরুণ প্রসাদ, পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা ২ জেলার শিল্পের সম্ভাবনা নিয়ে উদ্যোগ-পতিদের অবহিত করেন। শিল্প সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট মাঝারি এবং বস্ত্র বিভাগের সচিব রাজেশ পান্ডে, দুই জেলার সভাধিপতি , জেলার বিধায়কগণ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি, সেইল এর ডিরেক্টরি ইনচার্জ বি পি সিং। এছাড়াও কমিশনার দুর্গাপুর পৌরনিগম, মুখ্য নির্বাহী আধিকারিক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও কমিশনার আসানসোল পৌরনিগম এবং রাজ্য স্তরের অন্যান্য শীর্ষ আধিকারিক বৃন্দ এবং ব্যাংকের আধিকারিক বৃন্দ। জনসংযোগের দায়িত্ব সামাল দেন পশ্চিম বর্ধমানের জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান।