|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: গতকাল ২০ অক্টোবর সন্ধ্যায় খয়রাশোল ব্লকের হজরতপুরে দিদিকে বলো দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয় হজরতপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটির পক্ষ থেকে। তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর নির্দেশ মোতাবেক তথা কর্মসূচি অনুযায়ী হজরতপুর অঞ্চল তৃনমূল নেতা কর্মী এবং সাধারন মানুষদের নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করা হয়। দিদিকে বলো অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবী সহ বিশিষ্ট ব্যাক্তিরাও উপস্হিত ছিলেন। দিদিকে বলো অনুষ্ঠানের সভা শেষে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পর্ব ও সমাধানের চেষ্টা, পরে গ্রামে বাড়ী বাড়ী গিয়েও অভাব অভিযোগ শোনেন, এবং প্রয়োজনে দিদিকে বলো কার্ডে দেওয়া নাম্বারে সরাসরি দিদিকে ফোন করতে ও বলেন। এ দিনের সভায় উপস্হিত ছিলেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের নবাগত অবজার্ভার তথা পোড় খাওয়া বিশিষ্ট সংগঠক অরুণ চক্রবর্তী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, দুবরাজপুর পৌরসভার প্রাপ্তন পৌরপতি পীযূষ পান্ডে, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশ বাউরী, হজরতপুর অঞ্চল তৃণমূল সভাপতি স্বপন সেন, পঞ্চায়েত প্রধান ফুলমনি রুইদাস সহ স্থানীয় নেতা কর্মীরা।