|
---|
আজিজুর রহমান,গলসি : গলসিতে মোটর সাইকেল নিয়ে মিছিল করলো ডিওয়াইএফআই। এদিন গলসি ২ আঞ্চলিক কমিটির উদ্দ্যোগ ব্লকের খানা জংশন থেকে মিছিলটি শুরু হয়। তারপর সাঁকড়াই, হিট্টা, জয়কৃষ্ণপুর, তারানগর, বাহিরঘন্ন্যা, কুরকুবা পরিক্রমা করে গলসির বাজারে শেষ হয়। বাজারে একটি পথ সভার আয়োজন করেন আয়োজকরা। এদিনের মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য চন্দন সোম, আঞ্চলিক কমিটির সম্পাদক মনসিজ হোসেন ও সভাপতি রাজীব সাম সহ অনেকে। পথ সভায় বক্তব্য রাখেন মনসিজ হোসেন ও চন্দন সোম। মুলত দূর্নীতি রুখে দাও – শিক্ষা ও কাজের পরিবেশ ফেরাও এই দাবীতে শ্লোগান দেওয়া হয়। এদিনের মিছিল বহু মানুষের সমাগম ঘটে বলে জানতে পারা গেছে।