জামালপুর লায়ন্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ পহলানপুরে।

সংবাদদাতা : জামালপুর লায়ন্স ক্লাবের উদ্যোগে ১৯ জানুয়ারি পহলান পুরে অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে শীতবস্ত্র বিতরণ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষ আদালতের প্রাক্তন বিচারক ও মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক। জামালপুর লায়ন্স ক্লাবের বহুমুখী জনপরিষেবা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। বক্তব্য রাখতে গিয়ে কাজী মোহাম্মদ রফিক বলেন, দক্ষিণ দামোদরের মানুষের কাছে জামালপুর লায়ন্স ক্লাব জনপরিসেবার মুখ হয়ে উঠেছে। চিকিৎসা পরিষেবার সাথে সাথে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত হয়ে পড়েছে। জামালপুর লায়ন্স ক্লাব দক্ষিণ দামোদরের অগ্রজ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠা হিসেবে খ্যাতি লাভ করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাহলান পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রোজিনা বেগম, উপপ্রধান সুব্রত সরকার, জগবন্ধু মুখার্জি, সমাজকর্মী মির্জা সাকির হোসেন সহ জামালপুর লায়ন্স ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা। এদিনের অনুষ্ঠানের রূপায়ণে ছিল পহলানপুর আই ভিশন সেন্টার।