|
---|
আজিজুর রহমান,গলসি : পূর্ব বর্ধমানের গলসি থানার সাঁকো গ্রামের ডাঁঙা পাড়ায় এক বিধবা গৃহবধূকে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক উত্তম বাড়রীকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিশ। বিধবা গৃহবধূর বড় মেয়ের অভিযোগ, গত রাতে পাশের মাঝি পাড়ায় একটি বিয়ে বাড়িতে যায় তার মা। রাত আনুমানিক দুটোর সময় উত্তম বাউরী নামে এক যুবক তার মা কে তুলে নিয়ে যায় বিয়ে বাড়ির পাশেই একটি মোবাইল টাওয়ার এর কাছে। সেখানে তা মা বাধা দিতে গেলে ব্যাপক মারধর করে দাঁত ভেঁঙে দেয়। শরীরে থাকা গহনা ছিঁড়ে দেওয়া হয়। তারপর উত্তম ও তার সঙ্গীরা মিলে গন ধর্ষণ করে বলে অভিযোগ তার। অত্যাচারের জেরে অচৈতন্য হয়ে যায় তার মা। তার দাবী দীর্ঘদিন ধরে তার মাকে জালাত্বন করত পূর্ব পাড়ার বাসিন্দা উত্তম। লোকলজ্জার ভয়ে মুখ খুলতো না তার মা। তবে এদিন সুযোগ পেয়ে উত্তমের সাথে তিনচারজন তার মাকে তুলে নিয়ে গিয়ে গন ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। বিয়ে বাড়িতে রাতের বেলায় মদ্যপান করে ওই নির্যাতিতা মহিলা বলে জানায় প্রতিবেশীরা। ঘটনায় পর ভোর বেলায় হুস ফিরলে সেখান থেকে উঠে রাস্তার ধারে আসে। প্রতিবেশীদের বিষয়টি জানাই। প্রতিবেশিরা পুলিশে খবর দিলে পুলিশ এসে নির্যাতিতা উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমানে নিয়ে যায়। ঘটনায় ট্রাক্টর চালক উত্তম বাউরীকে গ্রেপ্তার করে পুলিশ। বিয়ে বাড়িতে এমন ঘটনায় হতবাক এলাকার মানুষ। ঘটনায় শাস্তির দাবী জানিয়েছেন মহিলার মেয়ে সহ সাধারণ মানুষ। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত এলাকার যুবক উত্তম বাউরিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আদলতে পেশ করে আমরা হেপাজতে নেব। এই ঘটনার সাথে আরও যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে।