ভিন রাজ্যে কাজে গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদের অসিকুল,পাশে দাঁড়ালেন সাংসদ খলিলুর রহমান

সামিম হোসেন ও রবিউল ইসলাম, সাগরদিঘি : ভিন রাজ্য কেরালার কান্নুর জেলার ঈরুক্কুর থানার কুত্তব জংশন সংলগ্ন এলাকায় কাজ গিয়ে নিখোঁজ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চলের মথুরাপুর গ্রামের অসিকুল ইসলাম (বয়স ৩৩)। মঙ্গলবার জঙ্গিপুর লোকসভার সাং সদ মাননীয় খলিলুর রহমানের সাথে  নিখোঁজ পরিবাররের  লোকজনের  সাক্ষাৎ করান সাগরদিঘির সমাজসেবী সাহিন হোসেন। সাংসদ বলেন,’বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
পরিবার সূত্রে জানা গিয়েছে,
রাজমিস্ত্রীর কাজে গিয়ে নিখোঁজ অসিকুল ইসলাম। তার সাথে আরোও তিন জন ওখানেই থাকতো তাদের মধ্যে অসিকুলের ভাই মোমিন আর পরেশ মন্ডল ও গণেশ মন্ডল।মোমিন,পরেশ ও গণেশেরা জানান,২৮ জুন সোমবার দুপুর প্রায় ২.০০ টা নাগাদ অসিকুল মোবাইলের দোকানে মোবাইল আনতে বের হন।পাশে  প্রায় ২০০ মিটার দূরে একটি মোবাইলের দোকানে মোবাইল সারাতে দিয়েছিলেন অসিকুল।মিনিট দশের মধ্যে মোবাইলটা নিয়ে ফিরে আসছি বলে সে বেরিয়েছিল।

    আর সে ফেরেনি ।তারপর ভাই মোমিন তার ফোনে ফোন করলে সেই ফোন মোবাইলের দোকানদার ধরেন।তারপর থেকেই অসিকুল নিখোঁজ।এর ফলে একদিকে এই নিখোঁজের কথা শুনে তিন সন্তান নিয়ে অসহায় অসিকুলের স্ত্রী জারিয়া বিবি কান্নায় ভেঙে পড়েন ও করোজোরে তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান। অন্যদিকে অসিকুলের বাবা নজরুল ইসলাম সন্তানের জন্য খুবই ভেঙে পড়েন। অসিকুলের ভাই মোমিন জানাই স্থানীয় ঈরুক্কুর থানায় রিপোর্ট করা হয়েছে। পরিবারের লোকজন জানান, প্রশাসন ও সরকারের উপর পূর্ণ আস্থা আছে তারা সকলেই নিখোঁজ অসিকুলকে খুঁজে দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে।