জামালপুর ব্লকের আঝাপুর গ্রামে গোকুলাম ওল্ড এজ হোম নামে একটি বৃদ্ধাবাস চালু হলো

সেখ সামসুদ্দিন, ১২ ডিসেম্বর : জামালপুর ব্লকের আঝাপুর গ্রামে গোকুলাম ওল্ড এজ হোম নামে একটি বৃদ্ধাবাস চালু হলো এই বৃদ্ধাবাসের সূচনায় উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি, মেমারি বিধানসভার বিধায়ক তথা ডি পি এস সি চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য্য, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, আনন্দবাজার পত্রিকা প্রাক্তন সহ এডিটর, আঝাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিগণ বলেন একটা বেদনাদায়ক কষ্টকর অনুভূতি তবু পরিস্থিতির শিকার হওয়া কিছু বৃদ্ধ বৃদ্ধাদের যখন কেউ থাকে না তখন তাদের কাছে এই বৃদ্ধাবাস হয়ে ওঠে মন্দিরের মত। বৃদ্ধাবাসের চেয়ারম্যান কৃষ্ণ চন্দ্র সিংহ রায় জানান তিনি চেষ্টা করছেন যতটা সম্ভব কম খরচে ভালো পরিষেবা দেওয়ার। আপাতত পঁচিশ শয্যা দিয়ে শুরু করেছেন। পরে চাহিদা মত শয্যা বাড়াবেন। এদিন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঘোষণা করেন এই বৃদ্ধাবাসের সৌন্দর্যায়ন দশ হাজার টাকা দেবেন এবং তারা সব সময় এই ধরনের সমাজসেবামূলক কাজে পাশে থাকবেন। বিধায়কও একই কথা বলেন।