মেমারি ইছাপুর মাঠে বিধায়ক কাপ ২০২১ ত্রিদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হয়

সেখ সামসুদ্দিন, ১০ ডিসেম্বর : মেমারি বিধানসভার বিধায়কের উদ্যোগে মেমারি ইছাপুর মাঠে বিধায়ক কাপ ২০২১ ত্রিদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হয়। এই ক্রিকেট প্রতিযোগিতার সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন। উপস্থিত ছিলেন এসডিপিও সদর দক্ষিণ আমিনুল ইসলাম খান, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি পুরসভার প্রশাসক স্বপন বিষয়ী, সহ প্রশাসক কৃষ্ণ বিশ্বাস সহ প্রশাসক দলের সদস্য এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী স্বপন ঘোষাল, সিরাজন মনির, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সাদা পায়রা উড়িয়ে অতিথিবর্গ এই খেলার সূচনা করেন। একই সঙ্গে উদ্বোধনী খেলার সূচনায় মেমারি থানার ওসি বল করেন এবং ব্যাট করেন পুলিশ সুপার। এদিন প্রথম টুর্নামেন্ট খেলেন রাহুল একাদশ বনাম পান্ডুয়া মর্নিং স্টার। ১৬ দলীয় এই ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে ১২ ডিসেম্বর রবিবার। উল্লেখ্য এই প্রথম মেমারিতে বিধায়ক এর উদ্যোগে ত্রিদিবসীয় বিধায়ক কাপ ২০২১ প্রতিযোগিতার সূচনা হয় যা ঐতিহাসিক বলা যায় এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন এই প্রতিযোগিতায়, যাকে বলা যায় আন্তর্দেশীয় ক্রিকেট প্রতিযোগিতা। বিধায়ক জানান এই তিন দিনে বিভিন্ন অতিথিবর্গ আসবেন দফায় দফায় যার মধ্যে আজ বিকালে আসছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, তিনি আরো বলেন এই খেলার মাধ্যমে এলাকার মানুষকে মাঠমুখী হতে উৎসাহিত করা হবে বলে জানান।