দুয়ারে সরকার নিয়ে সচ্ছতায় তৎপর নবান্ন

সামসুর রহমান, নতুন গতি : ‘দুয়ারে সরকার’ কর্মসূচির শিবিরই রাজ্য সরকারের নানান প্রকল্পের সুযোগ-সুবিধা পেতে একমাত্র পন্থা। ওই সব শিবির ছাড়া অন্য কোথাও থেকে কোনও প্রকল্পের ফর্ম বা আবেদনপত্র বিলি বা সংগ্রহ করা নিষিদ্ধ । প্রশাসনিক কর্তা ও জেলাশাসকদের সঙ্গে বৈঠকে গতকাল নবান্নের শীর্ষ মহল এই বার্তাই দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজনৈতিক প্রভাব থেকে দুয়ারে সরকার কর্মসূচিকে দূরে রাখতেই এমন পদক্ষেপ।

    প্রশাসনিক কর্মকর্তাদের দাবি,কয়েকটি জেলায় আবেদনপত্র তৈরি করে তা বিলি করার মতো তথ্য বা ফর্ম পূরণের নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠে এসেছে ।আরও বলেন এ বিষয়ে স্থানীয় স্তরে রাজনৈতিক প্রভাব বিশেষ লক্ষ্যণীয় ।

    সূত্রের খবর, মূখ্য মন্ত্রী মমতা ব্যানার্জির ফোন কলে পাওয়া নির্দেশানুযায়ী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এ দিন স্পষ্ট করে দিয়েছেন, এমন রাজনৈতিক গতিবিধি হয়ে থাকলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। উপভোক্তারা শিবিরে গিয়ে তাঁদের প্রয়োজন মতো কাজ করবেন।শিবির পরিচালনার দায়িত্বে থাকা অফিসারেরা উপযুক্ত পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন , ফর্ম সংগ্রহ থেকে তা পূরণ করা, এমনকি প্রামাণ্য তথ্য বা নথি কি লাগবে সবটাই হবে আধিকারিকদের তত্ত্বাবধানে। সমস্ত জেলাশাসককে মাইকে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকে শিবিরে গিয়ে নিখরচায় সেই কাজ করাতে পারেন।

    বিশেষ সূত্র মারফত আরও জানা যায় যে, উক্ত বৈঠকে স্থির হয়েছে,জলমগ্ন এলাকা গুলিতে এই পরিস্থিতিতে শিবির করা এবং মানুষের পক্ষে সেখানে গিয়ে কাজ করা দুটোই সমস্যার, তাই যে-সব এলাকা এখনও জলমগ্ন, সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে দুয়ারে সরকারের শিবির করা হবে। সেই সব এলাকায় শিবির দেরিতে শুরু হলেও প্রত্যেকে যাতে আবেদন করার সুযোগ পান, তা নিশ্চিত করা হবে।