|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: আজ সকালে পুলিশি গুলিতে খতম বিকাশ দুবে। বিশেষ সূত্রে খবর, পুলিশি কনভয়ে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনী থেকে ধৌলি আনার পথে কানপুরের ভৌতি এলাকায় যে গাড়িটাতে বিকাশ ছিল সেটা উল্টে যায়।গ্যাংস্টারের কিছু সঙ্গীও সেখানে যোগ দেয়। উল্টে যাওয়া গাড়ির তলা থেকে সুযোগ বুঝে পালানোর চেষ্টা করে বিকাশ। এক পুলিশ কর্মীর পিস্তল ছিনিয়ে নেয়। তখন পুলিশের সঙ্গে শুরু হয় তার গুলি বিনিময়। বিকাশের কোমরে গুলি লেগে গ্যাংস্টারের খেল খতম হয়। বিকাশের গুলিতে আহত হয়েছেন ১ এসটিএফ সাব ইন্সপেক্টর ও ২ কনস্টেবল।
গত আট দিন ধরে বিভিন্ন রাজ্যে ঘুরে গতকাল মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকাল মন্দির থেকে গ্রেফতার করে পুলিশ।