ফেসবুকে জানতে পেরে মেদিনীপুরের শিশুকে রক্ত দিলেন খড়্গপুরের সমাজসেবী.

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সংকট মিটলো ফেসবুকের মাধ্যমে।মেদিনীপুর শহরের পালবাড়ির গণপতিনগরের বাসিন্দা পেশায় মার্বেল মিস্ত্রি হাফিজুর রহমান খাঁন ও জাসমিনা বিবির ৩ বছরের শিশু কন্যা হাফসা খাতুন গত বছর থেকেই ক্যান্সারে আক্রান্ত। আপতত কয়েক দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ রক্তের প্রয়োজন হয়। ব্লাড ব্যাঙ্কে সেই মুহূর্তে এ পজেটিভ রক্ত মজুত না থাকায়, হাফিজুরবাবুরা ফোন করেন তাঁদের পরিচিত মেদিনীপুর শহরের পাথরঘাটার বাসিন্দা, মেদিনীপুর কলেজে ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পাঠরত ছাত্র জালাল মল্লিক কে। তিনি অতি প্রয়োজনীয়তার কথা ভেবে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রক্তের প্রয়োজনের বিষয়টি পোস্ট করার পাশাপাশি পরিচিতদের ম্যাসেজ করেন। সেই ম্যাসেজ দেখেই সঙ্গে সঙ্গে নিজের নিজের প্রোফাইলর পাশাপাশি বিভিন্ন গ্রুপে ফেসবুক পোস্ট করেন‌ শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক নরসিংহ দাস,অরুন সাউরা, তাঁদের পোস্ট অনেকেই শেয়ার করেন।

    নরসিংহ দাসের পোস্ট কমেন্ট করে রক্তদানে এগিয়ে আসেন খড়্গপুরের বাসিন্দা সমাজসেবী আজিজ উসমানি। তিনি সন্ধ্য নামার আগেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছে রক্তদান করেন। শিশুর প্রয়োজনের কথা ভেবে এইভাবে এগিয়ে এসে রক্তদান করার জন্য রক্তদাতাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন শিশুটির পরিবার। তাঁদের প্রচেষ্টা সফল হওয়াতে খুশি জালাল মল্লিক, নরসিংহ দাস, সুদীপ কুমার খাঁড়া,অরুন সাউরা।তাঁরা আজিজ উসমানির পাশাপাশি অন্য যাঁরা রক্তদানে আগ্রহ দেখিয়েছিলেন এবং যাঁরা পোষ্ট শেয়ার করেছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।