এক টোটো চালকের হাতে খুন অপর টোটো চালক

নিজস্ব সংবাদদাতা : এক টোটো চালকের হাতে খুন অপর টোটো চালক । ভয়ানক ঘটনার অভিযোগ উঠল হাওড়ার (Howrah) আমতার নারিট বাজার এলাকায়। ঠিক কী ঘটেছিল? যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা। আর তার জেরেই জনবহুল এলাকায় টোটো চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। হাওড়ার আমতার নারিট বাজার এলাকার ঘটনা। অভিযুক্ত অপর এক টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।

    অভিযোগ উঠেছে, যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই টোটো চালক আনোয়ার আলি ও উত্তম বাগের মধ্যে বচসা শুরু হয়। আনোয়ারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই টোটো চালকের। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঘণ্টাদুয়েক পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।পুরাতন মালদার হালনা গ্রামের বাসিন্দা ১৬ বছরের স্কুলছাত্রী (School Student) গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল। তন্ন তন্ন করে খোঁজখবর করেও মেয়ের হদিস না পেয়ে শেষমেশ মালদা থানায় অপহরণের অভিযোগ জানায় পরিবার। তার পর অনেকটা সময় কেটে গিয়েছিল। হঠাৎ গত বুধবার সকালে গ্রামেরই পরিত্যক্ত একটি বাড়িতে থোকা থোকা রক্তের দাগ দেখতে পান বাসিন্দাদের একাংশ। খবর যায় পুলিশে। এর পরই চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বাড়িটি থেকে লেডিজ ব্যাগ, অন্তর্বাস ইত্য়াদি উদ্ধার করেন তদন্তকারীরা। কিন্তু কিশোরী কোথায়? তা হলে কি খারাপ কিছু ঘটে গিয়েছে?

    জল্পনা শুরু হতেই উঠে আসে শামিম আখতারের নাম। ২১ বছরের ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের মুখে শামিম খুনের কথা কবুল করে। জানায়, কিশোরীকে মেরে গ্রামেরই একটি পুকুরে ফেলে দিয়েছে সে। অতঃপর পুকুর দেহ থেকে উদ্ধার হয় দেহ। গ্রেফতার করা হয় শামিমকে।

    য়ানক ঘটনার অভিযোগ উঠল হাওড়ার (Howrah) আমতার নারিট বাজার এলাকায়। ঠিক কী ঘটেছিল? যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা। আর তার জেরেই জনবহুল এলাকায় টোটো চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। হাওড়ার আমতার নারিট বাজার এলাকার ঘটনা। অভিযুক্ত অপর এক টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ।

     

    অভিযোগ উঠেছে, যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই টোটো চালক আনোয়ার আলি ও উত্তম বাগের মধ্যে বচসা শুরু হয়। আনোয়ারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই টোটো চালকের। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ঘণ্টাদুয়েক পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।পুরাতন মালদার হালনা গ্রামের বাসিন্দা ১৬ বছরের স্কুলছাত্রী (School Student) গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল। তন্ন তন্ন করে খোঁজখবর করেও মেয়ের হদিস না পেয়ে শেষমেশ মালদা থানায় অপহরণের অভিযোগ জানায় পরিবার। তার পর অনেকটা সময় কেটে গিয়েছিল। হঠাৎ গত বুধবার সকালে গ্রামেরই পরিত্যক্ত একটি বাড়িতে থোকা থোকা রক্তের দাগ দেখতে পান বাসিন্দাদের একাংশ। খবর যায় পুলিশে। এর পরই চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বাড়িটি থেকে লেডিজ ব্যাগ, অন্তর্বাস ইত্য়াদি উদ্ধার করেন তদন্তকারীরা। কিন্তু কিশোরী কোথায়? তা হলে কি খারাপ কিছু ঘটে গিয়েছে?

     

    জল্পনা শুরু হতেই উঠে আসে শামিম আখতারের নাম। ২১ বছরের ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের মুখে শামিম খুনের কথা কবুল করে। জানায়, কিশোরীকে মেরে গ্রামেরই একটি পুকুরে ফেলে দিয়েছে সে। অতঃপর পুকুর দেহ থেকে উদ্ধার হয় দেহ। গ্রেফতার করা হয় শামিমকে।