মেমারি ব্লকের সাহাপুরে বজ্রপাতে আদিবাসী যুবক মৃত এর পাশে বিধায়ক মধূসুদন ভট্টাচার্যের হাত দিয়ে দুই লক্ষ টাকার চেক প্রদান করেন

১১ আগষ্ট, সেখ সামসুদ্দিন : মেমারি ১ ব্লকের গোপগন্তার ২ গ্রাম পঞ্চায়েতের সাহাপুরে কালীরাম টুডু নামে এক আদিবাসী যুবক দুদিন আগে বজ্রপাতে মারা যান। সংবাদ পেয়ে গতকাল সন্ধ্যায় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে আসেন এবং পাশে থাকার কথা বলেন। আজ বেলা সাড়ে তিনটার সময় রাজ্য সরকার কর্তৃক প্রদেয় দুই লক্ষ টাকার চেক মৃত কালীরাম টুডুর স্ত্রী জ্যোৎস্না টুডুর হাতে তুলে দেন বিধায়ক। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি ১ বিডিও আলী মহঃ ওলি উল্লাহ সহ আধিকারিকবৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম, রুনা লায়েক, মৌসুমী মন্ডল, গোপগন্তার ২ গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জনা মল্লিক সহ সমাজসেবীবৃন্দ। বিধায়ক ও বিডিও তাদের বলেন সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে এবং তাদের পাশে থাকবেন। মৃত্যুকালে রেখে গেছেন দুই শিশু কন্যা সহ স্ত্রী, বাবা, মা ও পরিজনদের।