উন্মত্ব বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন সাংবাদিক নূর আহমেদ অভিযোগেদায়ে মেমারি থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করে।

নিজস্ব সংবাদদাতা :  ৮ই অক্টোবর বিজেপির নবান্ন ঘেরাও অভিযান কর্মসূচি থেকে ফেরার পথে, পালসিট টোলপ্লাজায় খবর সংগ্রহ করতে গিয়ে উন্মত্ব বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন প্রবীণ চিত্র সাংবাদিক নূর আহমেদ।
মেমারি থানায় অভিযোগ দায়ের করা হলে, মেমারি থানার পুলিশ রবিবার পূর্ব বর্ধমানের কালনা গেট এলাকা থেকে রাজেশ মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত ওই রাজেশ মন্ডল। বাড়ি ভাতার থানার বলগোনা এলাকায়। ধৃত ঐ যুবকের এর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে, মেমারি থানার পুলিশ তাড়া করে। ঘটনার দিন থেকেই বারংবার সে স্থান পরিবর্তন করে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল। পুলিশ তার গতিবিধির উপর ক্রমাগত নজর রেখেছিলো যাচ্ছিল। পুলিশ সূত্রে দাবি, ঘটনার দিন রাতে অভিযুক্ত ওই রাজেশ মন্ডল কে বর্ধমান হাসপাতাল চত্বর এলাকায় দেখা যায়। এরপর কখনো ভাতার, কখনো গলসি, কখনো বর্ধমান। পুলিশ তার ধারে কাছে যেতেই সে গা ঢাকা দিতে থাকে। রবিবার মেমারি থানার পুলিশের গলসির কাছে তার মোবাইল টাওয়ার লোকেশন লক্ষ্য করে। এরপর সেই টাওয়ার লোকেশন ট্র্যাক করে বর্ধমানের কালনা গেট এলাকায় পুলিশের মুখোমুখি হতেই অভিযুক্ত ওই যুবক পার্শ্ববর্তী একটি পানা পুকুরে ঝাঁপ দেয়। অপরাধীকে ধরতে কর্তব্যরত পুলিশ অফিসার বুদ্ধদেব ঘোষ ওই পানা পুকুরে ঝাঁপ দিয়ে তাকে গ্রেপ্তার করে মেমারি থানায় নিয়ে আসেন। ধৃত রাজেশ মন্ডল কে সোমবার বর্ধমান আদালতে তোলা হবে।