|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জয়লাভ করে বিজেপি। সেই উপলক্ষে শনিবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভার বিলেশ্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৌরী গ্রামে বিজেপি পার্টির পক্ষ থেকে বিজয় মিছিল। কৌরী গ্ৰাম থেকে বিজয় মিছিল শুরু হয়, মিছিলটি গোটা গ্ৰাম পরিক্রমা করে। উপস্থিত ছিলেন আদিবাসী যুব মোর্চার জেলা সভাপতি সিদ্ধার্থ হাঁসদা(সাংগঠনিক কাটোয়া), জেপি ৪৭ নং মন্ডল সভাপতি সনৎ কুমার মন্ডল সহ প্রমুখ। বিজয় মিছিল পা মেলায় কয়েক হাজার বিজেপি কর্মী।