|
---|
নতুন গতি খেলা ডেস্ক: ওয়ানডে-তে রেকর্ড রান গড়ে ডুপ্লেসি অ্যান্ড কোংকে হারিয়ে ইংল্যান্ডে জয়ের খাতা খুললেন মোর্তাজারা।
৩৩০। বিশ্বকাপে কেন, ওয়ানডে ক্রিকেটেও এর আগে এত রান করেনি বাংলাদেশ। কিন্তু শাকিব-আল-হাসান ও মুশফিকুর রহিমের ১৪২ রানের রেকর্ড পার্টনারশিপে রবিবার নিজেদের সর্বোচ্চ রান করল ওপার বাংলা। তাও আবার খাতায়-কলমে বেশ শক্তিশালী প্রোটিয়াদের বিরুদ্ধে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই যারা ইংল্যান্ডের কাছে মুখ থুবড়ে পড়েছিল। মাঠে নামার আগে অধিনায়ক ডুপ্লেসি বলেছিলেন, সমস্ত ভুল শুধরে নামবেন।
বিশ্বকাপের নয়া এই ফরম্যাটে টানা দুটো হার মানে চাপ অনেকখানি বেড়ে যাওয়া। সুতরাং ধরে নেওয়াই হয়েছিল এদিন দক্ষিণ আফ্রিকা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। ডেল স্টেইন দলে না থাকলেও রাবাদা, ইমরান তাহির, এনগিডির মতো বোলার থাকলে বিপক্ষ ব্যাটসম্যানদের কাছে লড়াইটা কঠিন হয়ে ওঠে বইকী। কিন্তু কোনওকিছুকেই এদিন তোয়াক্কা করলেন না শাকিব-মুশফিকুররা। ক্ষুধার্ত বাঘের মতোই একের পর এক চার-ছক্কা হাঁকালেন তাঁরা। আর তাতেই তৈরি হল রেকর্ড রান। যা ছুঁতে পারল না প্রোটিয়াবাহিনী।