ফুড ইন্সপেক্টর পরীক্ষার এডমিট এ স্কুলের ঠিকানা ভূল থাকায় প্রায় শতাধিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার স্বপ্ন চিরতরেই কেড়ে নেওয়া হলো

আতাউল্লাহ আহমেদ, নতুন গতি, মুর্শিদাবাদ:

    আজ রাজ্যজুড়ে প্রায় ১১.৫ লক্ষাধিক পরীক্ষার্থীর পরীক্ষা ছিলো। প্রায় ৩০০ কেন্দ্রে পরীক্ষা চলে। পরীক্ষা চালু হয় দুপুর ১ ঘটিকায়। নির্দিষ্ট সময়ের প্রায় ১ ঘন্টা আগে পরীক্ষার্থীদের প্রবেশের সুযোগ ঘটে। কিন্ত মুর্শিদাবাদ জেলার কিছু পরীক্ষা কেন্দ্রে দেখা যায় পরীক্ষার্থীদের এডমিট এ স্কুলের ঠিকানা ভুল থাকায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। প্রায় শতাধিক এর বেশি পরীক্ষার্থীর অবস্থা অনুরূপ হয়ে পড়ে। এরকমই অবস্থা দেখা গিয়েছে রাণীনগর হাই স্কুল এর ক্ষেত্রে।

    উক্ত অবস্থা ঘটেছে মোহাম্মদ আশরাফুল হক এর ক্ষেত্রে। উনি বলেন যে উনার এডমিট এ স্কুলটির আড্ড্রেস রঘুনাথগঞ্জ না হয়ে রঘুনাথপুর হওয়ায় এদেরকে আর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নি। ফলে এরকমই ভুক্তভোগী প্রায় শতাধিক পরীক্ষার্থী মন ভেঙে যায় বলে সড়কপথ অবরোধ করে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ব্লক আদিকারিক এসে অবরোধ তুলে নেয় কিন্তু পরীক্ষার্থীদের কোনো সুফল মিললো না। উল্লেখ্য নিশ্চয়ই অসংখ্য পরীক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার কাহিনী সত্যিই দুঃখের।