|
---|
মইদুল ইসলাম, মুরারইঃ-
আজকে কুমাডোল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিল্পা আর্ট স্কুলের বার্ষিক অঙ্কন ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিঞ্জানী তথা মুরারই এর গর্ব ডঃ মুনকির হোসেন সাহেব, সাহিত্যিক ধ্বজাধারী দত্ত মহাশয়, ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুলের পরিক্ষক পার্থ রায় মহাশয়। অনুষ্ঠান শুরু হয় সকাল ৯ টায় রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে। তারপর ডঃ মুনকির হোসেন ও ধ্বজাধারী দত্ত মহাশয় তাদের মূল্যবান বক্তব্য তুলে। প্রত্যন্ত গ্রামীন এলাকায় অঙ্কন এর প্রতি এত মানুষের আগ্রহ দেখে ভূয়সী প্রশংসা করেন। ১১ টায় ছাত্র-ছাত্রীদের অঙ্কন পরীক্ষা শুরু হয়। অনুষ্ঠান শেষে আগের বছরের সফল ছাত্র-ছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।