|
---|
সেখ মহম্মদ ইমরান: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কেশপুর ব্লক যুব ও ক্রীড়া দপ্তর উদ্যোগে ও কেশপুর পঞ্চায়েত সমিতির পরিচালনায় খেলা হবে দিবস উদযাপন উপলক্ষে কেশপুর ব্লক এর শতাধিক ক্লাবকে ফুটবল প্রদান করা হলো। এছাড়াও ব্লক থেকে রাজ্য ও কেন্দ্র স্তরে অংশ গ্রহণ করার জন্য 13 জন খেলোয়াড় কে বিশেষ স্মারক ও উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবী বর্ষীয়ান শিক্ষক চিত্তরঞ্জন গড়াই।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক যুব আধিকারিক পূর্ণেন্দু ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত, শিক্ষা কর্মাধ্যক্ষ শামসেদা বেগম, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক তথা কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি, সমাজসেবী শিক্ষক চিত্ত গড়াই, সমাপ্তি রায় সহ বিশিষ্টরা। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে ও সুললিত কণ্ঠে সঞ্চালনা করেন শিক্ষা কর্মাধ্যক্ষ শামসেদা বেগম। সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি বলেন, খেলা হবে দিবসে যুবশক্তিকে এগিয়ে আসতে হবে। তারাই সমাজের ভবিষ্যৎ।
কেশপুর ব্লক যুব আধিকারিক পূর্ণেন্দু ঘোষ বলেন, কেশপুর ব্লকের রেজিস্টার্ড ও খেলাধুলার সঙ্গে যুক্ত এমন ১৬১ টি ক্লাবকে ফুটবল প্রদান করা হবে।